NarayanganjToday

শিরোনাম

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার আহ্বান মেয়র আইভীর


স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার আহ্বান মেয়র আইভীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। করোনা পরিস্থিতি বিবেচনায় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার অনুরোধ জানান।

মঙ্গলবার (১১ মে) সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। করোনার এই পরিস্থিতিতে ঈদ উদযাপন অন্যান্য স্বাভাবিক সময়ের মতো হবে না। করোনা সংক্রমণ রোধে সকলের উচিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের অনুষ্ঠানিকতা সম্পন্ন করা। ঈদ উদযাপনের ক্ষেত্রে সকলে স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে আসবে। সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন।

উপরে