NarayanganjToday

শিরোনাম

সাবেক এমপি গিয়াসউদ্দিনের বড় বোন আর নেই


সাবেক এমপি গিয়াসউদ্দিনের বড় বোন আর নেই

সা‌বেক এম‌পি মুহাম্মদ গিয়াস উ‌দ্দিনের বড় বোন স‌খিনা খাতুন মারা গে‌ছেন। ইন্না‌লিল্লা‌হে ওয়া‌ইন্না‌লিল্লা‌হে রাজিউন। মৃত‌্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল সত্তর বছর। 

সোমবার (৩ মে) রাত সা‌ড়ে দশটার দি‌কে বার্ধক‌্যজ‌নিত কার‌ণে তি‌নি ‌সি‌দ্ধিরগ‌ঞ্জে নিজ বাসভব‌নে মৃত‌্যু বরণ ক‌রেন।

স‌খিনা খাতুন মৃত খ‌লিল মু‌ন্সির স্ত্রী। তি‌নি পাঁচ মে‌য়ে দুই ছে‌লেসহ অসংখ‌্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

এ‌দি‌কে মঙ্গলবার (৪ মে) সকাল দশটার দি‌কে শিমরাইল এলাকায় মুরহুমার নামা‌জের জানাজা শে‌ষে স্থানীয় কবরস্থা‌নে তা‌কে দাফন করা হয়। 

স‌খিনা খাতু‌নের মৃত‌্যু‌তে গভীর শোক ও সম‌বেদনা প্রকাশ ক‌রে‌ছেন সা‌বেক সাংসদ মুহাম্মদ গিয়াস উ‌দ্দিন।

উপরে