NarayanganjToday

শিরোনাম

মাহে রমজানে খোকার শুভেচ্ছা ও সর্তকবার্তা


মাহে রমজানে খোকার শুভেচ্ছা ও সর্তকবার্তা

পবিত্র মাহে রমজান ও পহেলা বৈশাখ উপলক্ষে সোনারগাঁ বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য,প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে মুঠোফোনে তিনি এ শুভেচ্ছা জানান।পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে রমজান পালন করার আহবান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় এমপি খোকা বলেন, বাংলা নতুন বছরের অপরিসীম আনন্দ, সুখ, সমৃদ্ধি ও ভালোথাকা কামনা রইলো সোনারগাঁয়ের সকলের  জন্য। এবারের বৈশাখ রমনার বটমূলে নয়, এবারের বৈশাখ উপজেলার ভট্রপুর স্কুলের বটগাছ তলায়  উল্লাস করে পান্তা-ইলিশে নয়; এবারের বৈশাখ হোক কেবল প্রার্থনা ও দূর হতে শুভকামনার। এবারের বৈশাখ হোক পবিত্র মাহে রমজানের সান্নিধ্যে শুদ্ধিময়।

তিনি আরও বলেন, ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। গনপরিবহন এড়িয়ে চলবেন। ঘরে ফিরেই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করবেন। প্রচুর ফলের রস ও পর্যাপ্ত পানি পান করবেন। অপ্রয়োজনে ঘরের দরজা-জানালা খুলে রাখবেন না। মনে রাখবেন আপনি সচেতন হলেই আপনার পরিবার তথা পুরো দেশ নিরাপদে থাকবে।

উপরে