NarayanganjToday

শিরোনাম

কাউন্সিলর দিনাসহ পুরো পরিবার করোনা নেগেটিভ


কাউন্সিলর দিনাসহ পুরো পরিবার করোনা নেগেটিভ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা ও তার পরিবারের সকলেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে আয়শা আক্তার দিনা নিজেই তার ফেসবুক একাউন্টে এর সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে আয়শা আক্তার দিনা বলেন, আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসছে। আল্লাহপাক এর দরবারে লক্ষ কোটি শোকরিয়া। তবে এখনও আমার হাসবেন্ড সায়েম প্রধান হোমকোয়ারেন্টাইনে আছে। আমার হাসবেন্ডও এখন শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ কিন্তু ১৪ দিন না গেলে ওর টেস্ট করাতে পারছিনা। আর মাত্র ৫ দিন পর আমার হাসবেন্ড এর টেস্ট ও করিয়ে ফেলব। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। সেই সাথে আমার ভাতিজাকে হারানোর শোক যেন আমরা কাটিয়ে উঠতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

তিনি আরও বলেন, আসলে সন্তান হারানোর কস্ট যে কতটা ভয়াবহ যার সন্তান গেছে সে পরিবার ছাড়া আর কেও উপলব্ধি করতে পারবেনা। বয়স্ক মানুষ মারা গেলেও এতটা কষ্ট লাগেনা। আমার একমাসের আয়াশাকে হাড়িয়ে আমরা আজ নির্বাক। চোখের পানি কিছুতেই কনট্রোল করতে পারছিনা। যেদিকে তাকাই চারিদিক ধূসর মনে হয়।

উপরে