নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা ইকবাল হোসেনকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
বুধবার (৭ এপ্রিল) দুপুরের দিকে পল্টনে দলীয় কার্যালয়ে দলটির সংবাদ সম্মেলনে এই নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, গতকাল রাত একটার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা ইকবাল হোসেনকে র্যাক পরিচয়ে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রিন্স আরও বলেন, আমরা সরকারের এই দমন পীড়নের প্রতিবাদ জানাই। পাশাপাশি কাউন্সিলর ইকবালের নিঃশর্ত মুক্তি চাই।
প্রসঙ্গত, ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত। এদিন তারা প্রায় ১৮টি যানবাহনে অাগুন দেয়। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব ও পুলিশ পৃথক অাটটি মামলা করে। মামলায় সাবেক এমপি গিয়াসউদ্দিনসহ জ্ঞাত অজ্ঞাত সাড়ে তিন হাজার অাসামী করা হয়। ওই মামলায় মঙ্গলবরি দিবাগত রাতে র্যাব-১১ কাউন্সিলর ইকবাল হোসেনকে আটক করে তার বাড়ি থেকে।
আপনার মতামত লিখুন :