NarayanganjToday

শিরোনাম

করোনা দুর্যোগেও পড়াশুনা অব্যাহত রাখতে ‘অদম্য পাঠশালা’র তৃতীয় কার্যক্রম


করোনা দুর্যোগেও পড়াশুনা অব্যাহত রাখতে ‘অদম্য পাঠশালা’র তৃতীয় কার্যক্রম

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে করোনায় থামবে না পড়া স্লোগানে করোনা দুর্যোগেও পড়াশুনা অব্যাহত রাখতে স্বেচ্ছাশ্রমে বিনাবেতনের স্কুল অদম্য পাঠশালার ৩য় কার্যক্রম শুরু হয়েছে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের রসুলপুর এলাকায়। বিকেল ৪ টায় অদম্য পাঠশালার ৩য় কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস।  এসময়ে উপস্থিত ছিলেন বাসদ পাগলা আঞ্চলিক শাখার সমন্বয়ক ও রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
উদ্বোধনকালে নিখিল দাস বলেন, করোনা সংক্রমনে চরম সংকটে বাংলাদেশ। আতংক যেন শ্বাসরোধ করে রেখেছে গোটা বাংলাদেশের। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাধারণ মানুষেন জীবনযাত্রা মারাত্মক ব্যাহত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকায় ছেলেমেয়েদের পড়াশুনায় বড় ধরণের ক্ষতি হয়েছে। করোনা পরিস্থিতিতে দেশের নি¤œবিত্ত ও শ্রমজীবি সন্তানদের শিক্ষা থেকে ঝড়েপড়া রোধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিনাবেতনের পাঠশালার কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, অনলাইন সুযোগ সুবিধা বঞ্চিত এক বিশাল জনগোষ্ঠীর সন্তানসন্তুতির পড়াশুনা অনিশ্চিত হয়ে পড়েছে। করোনা দুর্যোগে  একদিকে শিশুদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু শ্রম বেড়েছে, ইতিমধ্যে বিভিন্ন্ পত্র পত্রিকায় তা এসেছে। সারাদেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই অদম্য পাঠশালার কার্যক্রম এই ঝড়ে পড়া কিছু পরিমান হলেও রোধ করতে পারবে বলে আমাদের বিশ^াস।
উল্লেখ্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উদ্যোগে নারায়ণগঞ্জে নিতাইগঞ্জ ও বন্দর আলীনগরে দুই মাস যাবৎ অদম্য পাঠশালার দুটি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

উপরে