NarayanganjToday

শিরোনাম

ছে‌লের যে প্রশ্নে শাহ্ নিজা‌মের আবেগঘন স্ট‌্যটাস


ছে‌লের যে প্রশ্নে শাহ্ নিজা‌মের আবেগঘন স্ট‌্যটাস

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গতকাল রাতে তিনি রাজনীতিতে নিজের পরিচয় নিয়ে সন্তানের প্রশ্নের বিষয়টি তুলে ধরেন।

স্ট্যাটাসটি ′নারায়ণগঞ্জ টুডে ' পাঠকের জন্য তুলে ধরা হলো:

শাহ নিজাম লিখেন, পবিত্র মাহে রমজানে সেহেরির সময় মনের গভীর থেকে কিছু কথা বলছি, যারা আমার ছোট তাদের জন্য। জীবনের অনেকটা সময় হেলায় খেলায় অকারণে নষ্ট করেছি যা শুধরানোর বয়স হয়তো এখন আর নাই। মা ছিলো, বাবা ছিলো। এখন মা বাবা কেউ নেই। অবুঝের মতো অবাধ্য হয়েছি কষ্ট দিয়েছি তাদের। এখন মনে হয় সুযোগ থাকা সত্বেও জীবনের সঠিক সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। আমার ছেলে আমাকে প্রশ্ন করেছে বাবা তুমি যে বলো তুমি ৩৬ বছর রাজনীতি করেছো তাহলে তোমার আইডেন্টি কি???’

‘ওর প্রশ্ন শুনে আমার মনে হয়েছে ছেলে আমার বড় হয়েছে। কোন উত্তর দিতে পারিনি। প্লিজ তোমরা যারা আমার ছোট, তোমাদের সুন্দর জীবনটা নষ্ট করোনা। জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও। তবে একটা কথা বলে রাখি আমি আমার এই রাজনৈতিক জীবনে একজন ভালো মানুষ পেয়েছি যে আমাকে অনেক আদর করে সন্তানের মতো এমনটা হয়তো তোমরা নাও পেতে পারো। আমার আইডেন্টি ওই ভালো মানুষের ভালোবাসা। তোমরা তোমাদের জীবনটাকে সুন্দর করে সাজাও। মনে রেখো জীবন কিন্তু একটাই। সময় চলে যাবে তার আপন গতিতে। কখন চলে যাই তার কোন নিশ্চয়তা নেই। নিজের অজান্তে কোন ভুল হলে দয়া করে ক্ষমা করে দিয়েন সবাই। আল্লাহ হাফেজ।’

উপরে