NarayanganjToday

শিরোনাম

মুক্তিযোদ্ধা সম্মাননা কমিটির ঢাকা বিভাগীয় প্রধান গিয়াসউদ্দিন


মুক্তিযোদ্ধা সম্মাননা কমিটির ঢাকা বিভাগীয় প্রধান গিয়াসউদ্দিন

বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে মুক্তিযোদ্ধা সম্মাননা কমিটির ঢাকা বিভাগীয় প্রধান করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে। মুক্তিযোদ্ধা সম্মাননা কমিটির জাতীয় আহ্বায়ক মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর বীর উত্তম ও সদস্য সচিব অবসরপ্রাপ্ত কর্ণেল জয়নুল আবেদীন ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন করেন।

কমিটিতে নারায়ণগঞ্জের অন্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা স ম নূরুল ইসলাম। এছাড়াও মুহাম্মদ গিয়াসউদ্দিনকে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির ঢাকা বিভাগের সদস্য হিসেবেও রাখা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মির্জা আব্বাস এবং সদস্য সচিব ফজলুল হক মিলন।

উপরে