NarayanganjToday

শিরোনাম

শামসুজ্জোহার স্মরণে জেলা আ.লীগের দোয়া


শামসুজ্জোহার স্মরণে জেলা আ.লীগের দোয়া

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক প্রয়াত একেএম শামসুজ্জোহা’র ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) শহরের ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
নারায়ণগঞ্জ জেলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খবির উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরু, সদস্য শহিদুল্লাহ, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন প্রমুখ

 

উপরে