NarayanganjToday

শিরোনাম

লিপি ওসমানের সুস্থতা কামনায় মহানগর মহিলা আ.লীগের দোয়া


লিপি ওসমানের সুস্থতা কামনায় মহানগর মহিলা আ.লীগের দোয়া

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মীণী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান  সালমা ওসমান লিপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলক্লাবে নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতির সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, বন্দর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সখিনা বেগম, প্রমুখ।

এসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলোগের সিনিয়র  সহ-সভাপতি চন্দন শীল বলেন, লিপি ভাবি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এইটাই দোয়া করি। নারায়ণগঞ্জের মহিলাদের উন্নয়েন অনেক অগ্রসী ভূমিকা পালন করেছেন তিনি। আমাদের আস্থাটা হচ্ছে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তার কাছে কোন অপরাধীর কোন স্থান নেই।তাই আপানাদের তার প্রতি আস্থা রাখতে হবে । তার জন্যেও আমাদের দোয়া করতে হবে। তিনি যদি সুস্থ থাকে তাহলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।

উপরে