NarayanganjToday

শিরোনাম

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ,পুলিশের লাঠিচার্জ


সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ,পুলিশের লাঠিচার্জ

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুংতন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে অবস্থানের একপর্যায়ে পুলিশ তাদের উপর এলোপাথাড়িভাবে লাঠিপেটা করেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুংতন অ্যাপারেলস লিমিটেডের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন।

বিক্ষোভরত শ্রমিকরা অভিযোগ করে জানান, পুলিশ শ্রমিকদের উপর এলোপাথাড়িভাবে লাঠিপেটা করেছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এরমধ্যে দুইজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কের উভয় দিকে। পরে দুপুর ২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে তাদের শান্ত করে। এ সময় শ্রমিকদের তারা জানান, মালিকপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে। আগামী ১২ জানুয়ারি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

উপরে