NarayanganjToday

শিরোনাম

প্রবীণ নেতা বারির শয্যাপাশে গোদনাইল আ‍‍`লীগ নেতৃবৃন্দ


প্রবীণ নেতা বারির শয্যাপাশে গোদনাইল আ‍‍`লীগ নেতৃবৃন্দ

আওয়ামীলীগের প্রবীণ নেতা গোদনাইল ইউনিয়ন সভাপতি এম এ বারী অসুস্থ হওয়ায় আওয়ামীলীগের দুঃসময় নেতা কর্মীরা তার খোজখবর নিতে যান। 

সোমবার ( ১৬ নভেম্বর ) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ, গোদনাইল, ভূঁইয়া পাড়া এলাকায় এম এ বারী'র নিজ বাসভবনে তাকে দেখতে জান এবং তার সার্বিক খোঁজ-খবর নেন। পরে এম এ বারীর দ্রুত সুস্বাস্থ্য কমনা করেন নেতাকর্মীরা। 

এসময় উপস্থিতি ছিলেন, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হাজী শাহালম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক  মজিবর রহমান সাউদ, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন মেম্বার, ৮নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা মো. মহসিন ভূঁইয়া, বন্ধু পরিবহনের চেয়ারম্যান সাইফুল ইসলাম ভূঁইয়া,শ্রমিক নেতা মতিন মন্ডল ,মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুলবুল আহম্মেদ, মো. আলাউদ্দিন, নজরুল ইসলাম, মো. আমির হোসেন,শরিফ, শফি, মোক্তার, আলামিন, আলাউদ্দিন, বাপ্পী, জুয়েল,হাবিব,রিয়াদ, রাসেল প্রমুখ।

উপরে