NarayanganjToday

শিরোনাম

ছোঁয়া

অনন্যা রহমান


ছোঁয়া

আমার চোখ
ছুঁয়ে দেয় মেঘেদের
বড় তাড়া ওদের
চলে যাবার…!
ঠিক যেন ভালোবেসে প্রত্যাখান করে
চলে যাওয়া তোমার মতো।

মেঘের মতো ইচ্ছে হলো, ভিজিয়ে দিলে
উত্তপ্ত মন
ঘন কালো মেঘের মতো
গর্জাবে, বর্ষাবে
তছনছ করে দিবে আমাকে

আমার ভালোবাসার চোখ
দেখে সবই
ছুঁয়ে যায় তোমায়
যেভাবে ছুঁয়ে যায় মেঘেদের

মেঘের মতো ব্যস্ত
অকৃতজ্ঞ তুমিও জানলে না
চোখের ভালোবাসা
স্পর্শের গর্ব…!

উপরে