NarayanganjToday

শিরোনাম

না.গঞ্জে ভার্চুয়াল কোর্টে ১৬ আবেদনের ৬টির জামিন শুনানি


না.গঞ্জে ভার্চুয়াল কোর্টে ১৬ আবেদনের ৬টির জামিন শুনানি

প্রথম দিনে নারায়নগঞ্জ ভার্চুয়াল কোটে ১৬ টি মামলার আবেদনের মধ্যে ৬ টি মামলার জামিন  শুনানী হয়েছে  এবং ওই ৬ টি মামলার মধ্যে তিনটি গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এড.এস এম ওয়াজেদ আলী খোকন 

বুধবার ( ১৩ মে ) রাতে এক বিশেষ সাক্ষৎাকারে তিনি এ তথ্য জানান।

পিপি আরো জানান,যে তিনটি মামলায় জামিন পেয়েছে তা হলো, ফতুল্লা থানার মাদক মামলায় জামিন পেয়েছে মো. আলাউদ্দিন এই মামলার আইনজীবী ছিলেন এড. বারি ভূইয়া। ফতুল্লা থানার আরেকটি মাদক মামলায় জামিন পেয়েছে মো. সাইফুল এই মামলার আইনজীবী ছিলেন এড. বোরহান উদ্দিন এবং সদর থানার একটি মাদক মামলায় জামিন পেয়েছে ফারজানা বেগম এই মামলার আইনজীবী ছিলেন এড. বারি ভূইয়া।

প্রসঙ্গত,দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে আদালত পাড়া বন্ধ রয়েছে। আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়ে  ৯ মে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। পরের দিন দেশের সব অধস্তন (নিম্ন) আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুধু জামিন শুনানির নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

উপরে