NarayanganjToday

শিরোনাম

চিত্রগ্রাহক সমিতির তহবিলে কবরীর লাখ টাকা অনুদান


চিত্রগ্রাহক সমিতির তহবিলে কবরীর লাখ টাকা অনুদান

করোনা সঙ্কটে কর্মহীন হয়ে পড়া চিত্রগ্রাহকদের তহবিলে এক লাখ টাকা অনুদান দিয়েছেন চলচ্চিত্রের মিস্টি মেয়ে খ্যাত নায়িকা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী। বিষয়টি নিশ্চিত করেন সমিতির সভাপতি চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু।

জানা গেছে, চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সদস্য ৮০ জন। এই অবস্থায় কষ্টে আছেন ২৫ জন সদস্য। বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির তহবিলে এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতিও অনুদান দিয়েছে। এর বাইরে অভিনয়শিল্পী হিসেবে প্রথম অর্থসহায়তা দিলেন কবরী।

সমিতির সভাপতি চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু বলেন, ‘আমাদের সমস্যা হলো আমরা তো রিলিফের লাইনে দাঁড়াতে পারি না। হাত পাততে পারি না। কবরী ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞ। তার কাছে পাওয়া অর্থ আমরা অসহায় ক্যামেরাপারসন ও সহকারীদের কাছে পৌঁছে দেব।’

৪ মে, ২০২০/এসপি/এনটি

উপরে