NarayanganjToday

শিরোনাম

বন্ধু যখন প্রতারক


বন্ধু যখন প্রতারক
প্রতারক খবির

সিদ্ধিরগঞ্জে বন্ধুত্বের সম্পর্ক করে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গার্মেন্ট কর্মীর অর্থ ও স্বর্ণালঙ্কার  লুট করে পালিয়ে গেছে খবির (৩০) নামে এক প্রতারক। এ ঘটনায় ভুক্তভোগী আরিফুল ইসলাম আকাশ অভিযুক্ত খবিরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত খবির আদমজী ইপিজেডের সিম্বা-৩ এর লাইন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভূক্তভোগী আরিফুল ইসলাম আকাশ বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বাড়িয়ার স্থায়ী বাসিন্দা। বর্তমানে সে পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় মোল্লাবাড়ী আবুল খায়েয়ের বাড়িতে ভাড়া থাকে।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্ধুত্বের সম্পর্ক করে খবির প্রায়ই আরিফুলের বাসায় যাতায়াত করতো। সুযোগ বুঝে গত ১ জুন দুপুরে আরিফুলের স্ত্রী ও সন্তানকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে ওয়ারড্রপ ও আলমারী ভেঙে নগদ ৫ লক্ষ টাকা এবং দুই ভরি স্বর্ণ নিয়ে যায় খবির।

আরিফুল ইসলাম আকাশ বলেন, ঘটনার পর আমার স্ত্রীর জ্ঞান ফিরলে বাসার ওয়ারড্রপ ও আলমারীর তালা ভাঙ্গা দেখতে পায়। খবিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সে আমাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন জানান, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপরে