NarayanganjToday

শিরোনাম

নানা বা‌ড়ি এ‌সে শীতলক্ষ্যায় ডু‌বে মরল শিশু‌টি


নানা বা‌ড়ি এ‌সে শীতলক্ষ্যায় ডু‌বে মরল শিশু‌টি

রূপগঞ্জে নানার বাড়ী বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে ডুবে আরিফ হোসেন (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চান্দুরী গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে।সে জুরাইন ফজলুল করিম ইসলামীয়া মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন।

নিহতের মামা সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার দুপুরে তার ভাগিনা শবনম মিল সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে আত্মীয় স্বজন ও সারুলিয়ার ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অনেক খোজাখুঁজির পরও তাকে খোঁজে পায়নি। পরদিন বুধবার সকালে আত্নীয় স্বজনরা আরিফের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠতে দেখে তারা নিহতের লাশ উদ্ধার করেন।

 

 

উপরে