NarayanganjToday

শিরোনাম

শিক্ষাবান্ধব বাজেট দাবিতে ছাত্র ফ্রন্টের স্মারকলিপি


শিক্ষাবান্ধব বাজেট দাবিতে ছাত্র ফ্রন্টের স্মারকলিপি

করোনাকালে শিক্ষাজীবনের অনিশ্চয়তা ও বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে শিক্ষাবান্ধব বাজেট প্রণয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার (২৭ মে) জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি দেয় সংগঠনটি।

এর আগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বেতন-ফি মওকুফ করার দাবীতে মানববন্ধন করে ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দরা। এসময় সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবি জানায় জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দ।

জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার অর্থ সম্পাদক মুন্নি সরদার, ফতুল্লা থানার সংগঠক ফয়সাল আহম্মেদ রাতুল, শহর শাখার সংগঠক সাইফুল ইসলাম প্রমূখ।

উপরে