NarayanganjToday

শিরোনাম

অনিয়ন্ত্রিত হেফাজতে বাড়তে পারে সংক্রমন


অনিয়ন্ত্রিত হেফাজতে বাড়তে পারে সংক্রমন

সভা সমা‌বেশ করা নি‌ষিদ্ধ থাক‌লেও নারায়ণগঞ্জ হেফাজ‌তে ইসল‌াম কীভা‌বে এত বড় সমা‌বেশ ক‌রে, এমন প্রশ্ন উ‌ঠে‌ছে স‌চেতন মহল থে‌কে শুরু ক‌রে অন‌্যান‌্য রাজ‌নৈ‌তিক দ‌ল থে‌কেও।

শুক্রবার (২ এ‌প্রিল) বাদ জুমঅা ডিঅাই‌টি মস‌জিদ এলাকায় প্রায় হাজার খা‌নেক মানু‌ষের জমা‌য়েত ক‌রে অাউয়াল-‌ফেরদাউসরা। 

সমা‌বে‌শে দেখা গে‌ছে গু‌টি দু একজনের মু‌খে মাস্ক পরা থাক‌লেও সেগু‌লো ছিলনা যথাযথ স্থা‌নে। বা‌কি একজনের মু‌খেও ছিল না মাস্ক। অার স্বাস্থ‌্যাব‌ধির তো কো‌নো বালাই ছিল না। ফ‌লে অাশঙ্কা করা হ‌চ্ছে এই সমা‌বেশ থে‌কে ব‌্যাপকভা‌বে ক‌রনো সংক্রমণ ছড়া‌তে পা‌রে। 

ত‌বে, স‌চেতন মহল বল‌ছে, যেখা‌নে ক‌রোনা সংক্রমণ রো‌ধে প্রশাসন থে‌কে সভা সমা‌বেশ নি‌ষিদ্ধ করা হ‌য়ে‌ছে। সেখা‌নে হেফাজত কীভা‌বে এত লোক সমাগম ঘ‌টি‌য়ে সমা‌বেশ ক‌রে? তারা বল‌ছেন, এভা‌বে ক‌রোনার ম‌ধ্যেও য‌দি হেফাজত‌কে সমা‌বেশ, লোক সমাগম কর‌তে সু‌যোগ দেওয়া হয় ত‌বে, নারায়ণগ‌ঞ্জে ক‌রোনার হটস্পট হ‌তে সময় লাগ‌বে না। ত‌বে, হেফাজত‌কে এই প‌রি‌স্থি‌তি‌তে সমা‌বে‌শের সু‌যোগ দেয়ায় প্রশাসনের ভূ‌মিকাও প্রশ্ন‌বিদ্ধ হ‌চ্ছে সাধারণ মানু‌ষের কা‌ছে। এ ব‌্যাপা‌রে প্রশাসন‌কে অারও ক‌ঠোর হওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে স‌চেতন মহল।

উপরে