NarayanganjToday

শিরোনাম

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা


ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, জাতির পিতার ৭ মার্চের ভাষণ এদেশের স্বাধীনতার মূল প্রেরণা। এই ভাষন কোটি কোটি মানুষকে মৃত্যুর ভয় উপেক্ষা করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা যুগিয়েছে। তাই বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে ইউনেস্কো ইতিমধ্যে ভাষণটিকে `মেমোরি অফ দা ওয়ার্ল্ড` রেজিস্টার অন্তর্ভুক্ত করেছে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম প্রমুখ।

উপরে