NarayanganjToday

শিরোনাম

জেলা ক্রীড়া সংস্থার সাথে জেলা পুলিশের মতবিনিময়


জেলা ক্রীড়া সংস্থার সাথে জেলা পুলিশের মতবিনিময়

 

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের কাবাডি খেলায় অংশগ্রহণ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার সাথে মতবিনিময় সভা করেছে নারায়নগঞ্জ জেলা পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ

 সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর কাবাডি খেলার প্রস্তুতি এবং ভেন্যু ও অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, সদস্য আরিফ মিহির, জনাব মাহবুবুল হক উজ্জল, ফিরোজ মাহমুদ সামা, মাহবুব হোসেন বিজন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার দাস-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

আগামী ৫ মার্চ নারায়ণগঞ্জ জেলার ওসমানী পৌর স্টেডিয়ামে কাবাডি খেলা অনুষ্ঠানের জন্য ভেন্যু নির্ধারনসহ উদ্বোধন এবং ৮ মার্চ চূড়ান্ত (ফাইনাল) খেলার জন্য নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত,নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত “মধুমতি” জোনের এ খেলায় ৮টি জেলার পুরুষ ও নারী কাবাডি দল সমূহ অংশগ্রহণ করবেন।

উপরে