NarayanganjToday

শিরোনাম

মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আজমেরী ওসমানের শ্রদ্ধা


মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আজমেরী ওসমানের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে প্রয়াত সাংসদ নাসিম ওসমান’র সহধর্মীণী পারভীন ওসমান ও তার পুত্র আজমেরী ওসমানের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন ।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন(রেজি. নং- ৩৮১০), নারায়ণগঞ্জ জেলা ট্রাংকলরী কভারভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, জেলা গার্মেন্টস ও নিট ডাইং শ্রমিক ইউনিয়ন, নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মাচারী ইউনিয়ন, জেলা ও মহানগর ছাত্র সমাজ, জেলা মাইক্রোবাস ও টেক্সি শ্রমিক কমিটি,অন্ধকল্যাণ সংস্থা’র নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহের,সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারি, নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর কোচ এনামুল হক খোকা, জেলা ট্রাংকলরী কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বজলুর রহমান, জেলা দোকন ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলসী ঘোষ, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদৎ হোসেন রুপু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহ্ আলম সবুজ, সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ, জলা মাইক্রোবাস ও টেক্সি শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, অন্ধকল্যাণ সংস্থার সভাপতি ইউসুফ হাওলাদার প্রমুখ।

উপরে