একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহীদদের স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী।
শনিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে রাষ্ট্রের পক্ষ থেকে শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ। এরপর জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম (বার) এর নেতৃত্বে পুলিশ প্রশাসন।
এ সময় ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ দাড়িয়ে নীরবতা পালন করে তাঁরা। তাঁদের পর একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, পিপি ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা আইনজীবী সমিতি, মাদকদ্রব্য অধিদপ্তর, বিআরটিএ, ডিপিডিসি, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ, এবং অন্যান্য সংগঠন।
আপনার মতামত লিখুন :