NarayanganjToday

শিরোনাম

বাদল হ‌বেন সি‌টি মেয়র, সে‌লিম ওসমা‌নের চাওয়া


বাদল হ‌বেন সি‌টি মেয়র, সে‌লিম ওসমা‌নের চাওয়া

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত মো. শহীদ বাদলকে (ভিপি বাদল) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র হিসেবে দেখতে চান সেলিম ওসমান৷

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার গোগনগরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ৷

সেলিম ওসমান বলেন, ‘আজকে যদি বাদল এখানে থাকতো তাহলে বলতাম ওদের দিন চলে আসছে। সিটি কর্পোরেশনে বসার মত উপযুক্ত নেতা আবু হাসনাত বাদল৷ সুতরাং এখন থেকে মানুষের সাথে মিশতে হবে, মানুষের বিপদের কথা জানতে হবে। বাদলকে আমি আহ্বান করবো আমি তোমাকে দেখতে চাই আগামী সিটি করপোরেশনের মেয়র হিসেবে।’

সাংসদ বলেন, ‘রাজনীতিতে ভুল বোঝাবুঝি তো হতেই পারে। রাজনীতি হচ্ছে একটা চ্যালেঞ্জ। আর এখনকার রাজনীতি কিন্তু ওই রাজনীতি হতে পারে না। সারা পৃথিবী এখন করোনায় বিধ্বস্ত। এখন জয় জয় এবং জিন্দাবাদ-জিন্দাবাদ করলে আমাদের ভবিষ্যত প্রজন্ম বাঁচবে না। প্রতিযোগিতা না, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে আগান।’

সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের উদ্বোধন ও গোগনগর ইউনিয়নের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলিম ওসমান৷ ওই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইও৷

এ সময় সেলিম ওসমান আরও বলেন, যাদেরকে আমি সন্তানের মত লালন-পালন করেছি। তাদের জন্য সময় বরাদ্দ হয়ে যাচ্ছে, তাদেরকে সংযত হতে হবে। আমার অত্যন্ত ছোট শামীম ওসমানের সাথে তারা চলাফেরা করেছে। শামীম ওসমান যদি হতে পারে তাহলে এই গ্রুপের খোকন সাহা, চন্দন শীল, বাদলকে সময়মতো ঠিক জায়গায় বসিয়ে দিবো। আমি তিনজনের নাম বলেছি তারা হলেন খোকন সাহা, চন্দন শীল, আবু হাসনাত বাদল ভবিষ্যতে আমি তাদেরকে দেখতে চাই। আমরা জেলা পরিষদেও দেখতে চাই, সিটি করপোরেশনেও দেখতে চাই। আমরা তাদেরকে উচ্চস্থানে নিতে পারলে আমাদের মরণটা হবে স্বার্থক।

উপরে