NarayanganjToday

শিরোনাম

সাবেক সাংসদ আবুল কালাম ও তার স্ত্রী করোনা আক্রান্ত


সাবেক সাংসদ আবুল কালাম ও তার স্ত্রী করোনা আক্রান্ত

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সভাপতি অ্যাড. আবুল কালাম ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন৷ তারা বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন তার ছেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা৷

আবুল কাউসার আশা বলেন, গত শনিবার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়৷ রোববার (১৭ জানুয়ারি) তার বাবা-মা উভয়ের ফলাফল কোভিড-১৯ পজেটিভ আসে৷ তারা বাড়িতেই আইসোলেশনে আছেন৷ আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন আবুল কাউসার৷

তিনি আরও বলেন, ‘বাবা-মা দু’জনেই বাসায় আছেন৷ বাবার শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল৷ এখন সিটিস্ক্যান করিয়ে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে৷’

উপরে