NarayanganjToday

শিরোনাম

প্রেমিকার চেইন নি‌য়ে পালা‌নোর সময় প্রেমিক‌কে গণ‌পিটু‌নি


প্রেমিকার চেইন নি‌য়ে পালা‌নোর সময় প্রেমিক‌কে গণ‌পিটু‌নি

আড়াইহাজারে সনিয়া (ছদ্ম) নাম নামে এক প্রেমিকার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে 
দৌড় দেওয়ার সময় প্রতারক প্রেমিক মিজানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহম্পতিবার (১৪ জানুয়ারী) বিকালে আড়াইহাজার পৌরসভা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ শুক্রবার তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধৃত যুবকের দুই মাস ধরে মোবাইল ফোনে প্রেমেকের সম্পর্ক গড়ে উঠেছিল। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রী রীতা (ছদ্ম) নাম তার ছোট বোন সনিয়া (ছদ্ম) নাম কে তার সঙ্গে বিয়ে দেয়ার প্রস্তাব দেয়। তাতে রাজি হয় ধৃত যুবক মিজান। পূর্বে দেয়া সময় অনুযায়ী তারা  দেখা করতে (ডেটিং)- এ আড়াইহাজারে আসে। পৌরসভা বাজারের একটি মিষ্টির দোকানে তারা খাবার খায়। এক পর্যায়ে প্রেমিকার গলায় থাকায় স্বর্ণের চেইন খোলে দিতে বলে মিজান। পরে প্রবাসীর স্ত্রী তার ছোট বোনের গলায় থাকা জিনিস খোলে তার হাতে দিতেই সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি প্রেমিকের সঙ্গে তার অভিনব এ প্রতারণার বিষয়টি স্বীকার করেন। 

আড়াইহাজার থানার এসআই শফিক বলেন, এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে প্রতারণ করে গলার চেইন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে ধৃত যুবক।

উপরে