বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দল এবং দলের বাইরে এ কথা সবাই জানেন। কিন্তু এবার মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারি, ক্ষমতাসিন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেছেন অ্যাডভোকেট খোকন সাহা!
রোববার (১০ জানুয়ারি) সকালের দিকে নারায়ণগঞ্জ শহরের দুই নং গেট এলাকায় দলীয় কার্যালয়ে খোকন সাহা নিজেকে বাংলাদেশ অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই শ্রদ্ধা জানান তিনি।
দেখা গেছে, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাস্বরূপ দেয়া ফুলের তোড়ায় খোকন সাহা নিজেকে বাংলাদেশ অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন। যা দেখে উপস্থিত অাওয়ামী লীগের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
দলটির নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতারা জানান, খোকন সাহা মহানগর অাওয়ামী লীগের সেক্রেটারি। রীতি অনুযায়ি কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্যদের নিয়ে এদিন জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কথা। কিন্তু তিনি তা না করে, দলে বিভাজন সৃষ্টির লক্ষ্যে সভাপতি অানোয়ার হোসেনকে মাইনাস করে একাই শ্রদ্ধা জানিয়ে গেছেন। বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গ বৈ কিছু না।
তবে, কমিটির কয়েকজন নেতা ব্যাঙ্গ করে বলেন, অবশ্য খোকন সাহা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেননি। তিনি নারায়ণগঞ্জ মহানগর অাওয়ামী লীগ নয়, বাংলাদেশ অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এই শ্রদ্ধা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :