ফতুল্লায় গৃহবধূকে (৩০) ধর্ষণ চেষ্টার অভিযোগে লম্পট জালালকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ জানুয়ারি) রাতে ফতুল্লার ভোলাইল নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জালাল ফতুল্লা থানার ভোলাইল এলাকার আঃ জলিলের ছেলে।
অভিযোগে জানা যায়, জালাল গৃহবধূকে দীর্ঘদিন ধরে নানা ভাবে উত্যক্ত করে আসছিলো। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে গৃহবূধকে বাসায় একা পেয়ে ঘরে প্রবেশ করে গৃহবধূর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে লম্পট জালাল পালিয়ে যায়।এ ঘটনায় গৃহবধূ ফতুল্লা মডেল থানায় অভিযোগ করলে পুলিশ রোববার রাতে ভোলাইল এলাকায় অভিযান চালিয়ে জালালকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
আপনার মতামত লিখুন :