NarayanganjToday

শিরোনাম

আকিজ ফ্লাওয়ারে দুই শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা


আকিজ ফ্লাওয়ারে দুই শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা

বন্দরে আকিজ ফ্লাওয়ার মিলে বেল্ট ছিড়ে নিচে মেশিনের ভেতর পরে গিয়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক গোপাল চন্দ্র ঘোষ বাদী হয়ে আকিজ ফ্লাওয়ার মিলের প্রডাকশন ম্যানেজার ও সুপারভাইজারকে আসামী করে বন্দর থানায় এই মামলা দায়ের করেন।

নিহতরা হলো চিতাশাল এলাকার কুদ্দুস মিয়ার ছেলে রাজু (২৪) ও ফতুল্লা থানার সস্তাপুর এলাকার অমল দাসের ছেলে অন্তর দাস (২৩)।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টায় বন্দর একরামপুর ইস্পাহানী এলাকার আকিজ ফ্লাওয়ার মিলের সাত তলা বিশিষ্ট উঁচু ময়দা রাখার সাইলোর তৃতীয় তলায় ঝুলন্ত অবস্থায় কাজ করার সময় বেল্ট ছিঁড়ে নিচে মেশিনের ভিতর পরে যায় দুই শ্রমিক।পরে দুপুর দুইটার দিকে মেশিনের পাইপ কেটে তাদের বের করে হাসপাতাল নিয়ে গেলে ডা. তাদের মৃত ঘোষণা করেন। 

বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভুইয়া জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে। মামলার দুই আসামী প্রডাকশন ম্যানেজার গালিবুর ও সুপার ভাইজার আবু জাফর আহাম্মেদ পলাতক রয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে বলেও তিনি জানান।

 

উপরে