NarayanganjToday

শিরোনাম

না.গঞ্জ থে‌কে ছে‌ড়ে যাওয়া ল‌ঞ্চে ডাকাতি


না.গঞ্জ থে‌কে ছে‌ড়ে যাওয়া ল‌ঞ্চে ডাকাতি

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী এমভি মকবুল-২ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মুন্সীগঞ্জ ও চাঁদপুর সীমানায় মেঘনা নদীর মোহনায় ষাটনল এলাকায় এ ঘটনা ঘটেছে।লঞ্চটিতে প্রায় ১৫০ যাত্রী ছিলেন বলে জানা গেছে। । 

লঞ্চের একাধিক যাত্রীর অভিযোগ, দুটি স্পিডবোটে ১০-১২ জন ডাকাত লঞ্চে প্রবেশ করে শতাধিক মোবাইল ফোনসেট, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মালামাল লুট করেছে।

উপরে