NarayanganjToday

শিরোনাম

না.গঞ্জ শিল্প পুলিশের এক সদস্যের মৃত্যু


না.গঞ্জ শিল্প পুলিশের এক সদস্যের মৃত্যু

ইমন নামে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এক কনস্টেবল করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ১ মে রাতে তিনি চিকিৎসাধিন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা ইমনের করোনা উপসর্গ দেখা দিলে তার কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্প পুলিশ থেকে বাড়িতে পাঠানো হয়। পরে সেখানে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

সূত্র জানায়, ২৭ এপ্রিল ইমনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেড ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। এখানে তিন দিন চিকিৎসাধিন অবস্থায় থাকার পর ১ মে তার মৃত্যু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পুলিশ সদস্যের করোনা ছিল না। যেহেতু ঢাকায় তার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছিল।

২ মে, ২০২০/এসপি/এনটি

উপরে