এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। কয়েকদিন পূর্বে তার নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হলেও বিষয়টি শুক্রবার (১ মে) প্রকাশ পায়।
নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র চেয়ারম্যান সেন্টুর পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি মনিরুল আলম সেন্টুও বিষয়টি নিশ্চিত করেন।
মনিরুল আলম সেন্টু জানিয়েছেন, তিনি বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসকের নির্দেশনা মতে বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। কুতুবপুরসহ জেলাবাসীর দোয়া প্রার্থনা করেছেন মনিরুল আলম সেন্টু।
সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে ত্রাণ সহায়তা থেকে শুরু করে সরকারি নির্দেশনা মোতাবেক তিনি সামনে থেকেই কাজ করে যাচ্ছিলেন। এরমধ্যে হঠাৎ করেই তিনি অসুস্থবোধ করলে সন্দেহ পোষণ করেন। এরপরই তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে রিপোর্টে তার পজিটিভের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
১ মে, ২০২০/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :